কথায় আছে- ” পুরান চালে ভাতে বাড়ে।”  তাই আজ আপনাদের পুরান একটি অ্যান্টিভাইরাস এর সাথে পুনরায় পরিচয় করিয়ে দিচ্ছি । পুরানো হলেও কাজ করে ১০০%।

এটি হল AVG Internet Security 2012.  আমি আপনাদেরকে ফ্রী সিরিয়াল কী দিয়ে দিবো, যার  মাধ্যমে আপনারা এটি ২০১৮ সালের ফেব্রুয়ারী

মাস পর্যন্ত আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে পারেন।

এজন্য আপনাকে যা যা করতে হবে-

১.এখান থেকে AVG Internet security 2012 ফাইলটি ডাউনলোড করে নিন

২. আপনার কম্পিউটারে এটি ইন্সটল করুন

৩. অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন

৪. AVG Internet Security 2012 এর মেনুতে Help এ ক্লিক করে Active এ ক্লিক করুন

৫. 8MEH-RFR8J-PTS8Q-92ATA-O4WHO-JEMBR এই সিরিয়াল কী এন্টার করুন

আপনার কাজ কমপ্লিট। নিয়মিত আপডেট করুন। আপনার অ্যান্টিভাইরাসটি আদৌ কাজ করে কিনা তা জানার জন্য এখানে ক্লিক করে এই ভাইরাসটি ডাউনলোড করুন। যদি আপনার অ্যান্টিভাইরাস আসলেই কাজ করে তাহলে ভাইরাসটি ডিলিট করে দিবে আপনার অ্যান্টিভাইরাস।

সবাই ভাল থাকবেন। আর পোস্টটি ভাল লাগলে like & share করবেন।

ধন্যবাদ সবাইকে।